1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

অধ্যাপক পান্না জান্নাতকে হুমকীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেটের প্রগতিশীল নেতৃবৃন্দ উদ্বেগ

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৬২ বার পঠিত

ডেস্ক: উগ্র মৌলবাদী চক্রের কতিপয় সদস্য কর্তৃক সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক ও প্রগতিশীল লেখক অধ্যাপক পান্না জান্নাতকে হুমকীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৮ আগষ্ট) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওই মৌলবাদী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহত ভাবে পান্না জান্নাতকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদর্শন করে যাচ্ছে যা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চ্যালেঞ্জ করার সামিল। এমনকি এই ধর্মান্ধ গোষ্ঠী নানা গুজবের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবহিকতায় অধ্যাপক পান্না জান্নাতের উপর ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে হামলার ক্ষেত্রও তৈরি করার চেষ্টা করছে মৌলবাদী চক্র। যার ফলে প্রতিদিন অনলাইনে প্রকাশ্যে পান্না জান্নাতকে হুমকি দাতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে একজন অসাম্প্রদায়িক মুক্তমনা লেখককে প্রকাশ্যে এই হুমকী কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে ৫১ বছর পরও প্রকাশ্যে ধর্মীয় উগ্রবাদীদের এমন হুমকী মূলত রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করার শামিল। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত অপরাধি মরহুম সাঈদী’র মৃত্যুকে কেন্দ্র করে এই মৌলবাদী চক্র যেকোনো সময় দেশকে আরও অস্থিতিশীল করে তোলতে পারে।

বিবৃতিতে পান্না জান্নাতের হুমকীদাতা আরিয়ান মুসা ও মোহাম্মদ হাফিজ নামক দুই উগ্রবাদী যুবককে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানানো হয়। বিবৃতিতে সাক্ষর করেন, সিলেট জেলা জাদসের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ লোকমান আহমদ,বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আমিনুর রসুল বাবুল,এন্ড্র সলমার (বিআইপিই), আদিবাসী ফোরাম নেতা দীপায়ন খীসা, প্রগতিশীল লেখক কবি এ কে শেরাম,জেলা ঐক্যনাপের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর জাকির হোসেন,বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফর,সদস্য সচিব প্রনব জ্যোতি পাল,জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, শিক্ষা সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবির খায়রুল হাছান,সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন, জনক দেববর্মা, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবির,জেলা সহ সভাপতি লাল মোহন দেব,সাধারন সম্পাদক অ্যাডভোকেট ছয়ফুল আলম,যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান,ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক জান্নাত আরা খান পান্না,সদস্য হিমাংশু মিত্র,সদস্য সচিব সন্দীপন শুভ,যুব মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক মিলন উরাং,জেলা জাসদের দপ্তর সম্পাদক রেজাউল কিবরিয়া ,, নিপুন রিছিল (wjs),আদিবাসী যুব ফোরামের টনি ম্যাথিউ চীরান,উদীচী শিল্পীগোষ্ঠীর দেবব্রত পাল মিন্টু, ছাত্রমৈত্রীর সালেহ আহমদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x