1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
অলংকারী ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হতে পারেন আলাউদ্দিন পাশা সিলেট মহাসড়ক যেন মরন ফাঁদ ১৫ দিনেই ২৩ জনের প্রাণহানি দক্ষিণ সুরমার রশীদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ১২ বিশ্বনাথ দেওকলস ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাংবাদিক টুনু তালুকদার দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর হাসান হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন আটক ৪ আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতিকের গনজোয়ার ক্রমশ বাড়ছে সিলেটে ছেলের হাতে পিতা খুন সেনা সদস্যের মৃত্যু: সিসিকের প্রধান প্রকৌশলী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বনাথে ইউপি মেম্বার সহ ৪ জনকে জেলহাজতে প্রেরণ ফেঞ্চুগঞ্জ সেতুর পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আমি যাকে অনুসরন করি ও ভালবাসি ❤️

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯৬ বার পঠিত

মাওলানা ছাদিক সিরাজীঃ উনার মত মাওলানাদের দেখলে অন্তর থেকে শ্রদ্ধা চলে আসে। তিনি ফেসবুকে নাই। তিনি ইউটিউবেও নাই। তিনি নাই ইন্টারনেটে। তিনি মানুষের জটলায় থাকেন না।তিনি প্রচলিত মাহফিলের পোস্টারে থাকেন না।তিনি সভাপতি হতে চান না। প্রধান অতিথির চেয়ারের প্রতিও তিনি দেখান না আগ্রহ। তিনি কারো বাড়িতে সহসাই যেতে চান না। তিনি কারো কষ্টের কারণ হতে চান না। তিনি অযাচিত কোনো ধনীর করিডোরে রাখেন না কদম।

তিনি জিকরুল্লাহর মজলিসে যান। তিনি এতিমের মাহফিলে যান। তিনি দুঃস্থ মানুষের কাছে বসেন।তিনি রিকশা বিতরণে আছেন। তিনি এতিমের নৌকায় উঠে বসেন। তিনি এতিমদের গোসল করান সস্নেহে। তিনি মেডিকেলে রোগীর খোঁজ রাখেন।তিনি বিধবার ঘর বানান।মসজিদ করে দেন।লঙ্গরখানা করে দেন। তিনি ব্রিজ করে দেন মানুষের পারাপারের জন্য। তিনি চাল, ডাল, কেরোসিন বিতরণ করেন। তিনি বন্যা,খরা,জলোচ্ছাসে ভেসে যাওয়া মানুষের সাথী। তিনি বৃদ্ধ—বৃদ্ধার ঘরের বাতি।তিনি সবহারাদের বন্ধু-স্বজন।

তিনি শিশুদের বড় ভালোবাসেন। তিনি সবার সুখে হাসেন। তিনি উদার মনের মানুষ। তিনি দরসে বুখারীর শায়খ। তিনি দুরুদের মজলিসে বসেন।তিনি ইলমে কিরাতের ইমাম শ্রেণীর খাদেম। তিনি জ্ঞানের উপমা। তিনি প্রজ্ঞার দ্যুতনা। তিনি সব কল্যাণের সাথে চলেন। তিনি এ যুগের আলোর নকীব।

তিনি সাধারণ তবে ব্যতিক্রম। তিনি সবার থেকে আলাদা। তিনি আরাম—আয়েশের প্রতি ঝুঁকেন না। তাঁর কাঠের চেয়ারটির পেছনের হেলান দেওয়ার অংশটি নেই। এটা কত বড় শরাফতী ভাবা যায়?

তিনি কাউকে কাফির বলেন না। তিনি মুনাফিকদের দলেও চলেন না। তিনি ঘৃণার চাষ করেন না। তিনি জৌলুশ নিয়েও চলেন না। তিনি সাদাসিধে। তিনি গর্বের ধার—ধারেন না। তিনি মাওলানা, আল্লামা লিখেন না। তিনি চলমান স্রোতের বিপরীত। তিনি যিকির, ফিকির, দুআ, তসবিহ, শোকর, তাকওয়া, তাওয়াক্কুল এসবের নূরে নূরানী। তিনি এ সময়ের, এই উম্মাহর কাঙ্ক্ষিত মানুষ। তিনি নবীজি (সা.)—এর প্রকৃত অনুসারী।

তিনি কারো মুরশিদ। কারো কাছে বড় ছাব। কারো পিতা। কারো উস্তাদ। কারো অভিভাবক। কারো শিক্ষক। কারো কাছে দরবেশ। আসলে তিনি সময়ের প্রেক্ষিতে তুলনাহীন। সবচেয়ে ভালো। সবচেয়ে উন্নত।মানবিক উপমা।

তিনি মানুষের মনে। তিনি মাবুদের ধ্যানে। তিনি সৃষ্টির সেবায়। তিনি আল্লাহর রেদ্বায়। তিনি আছেন।তিনি থাকবেন। তার মহান মাওলার ইচ্ছায়। তিনি কে?
তিনি আমাদের হজরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।

আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দিন৷ আ-মিন।

 

লেখক – মাওলানা ছাদিক সিরাজী, কবি ও লেখক:




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x