1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিন্দাবাজার থেকে শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে পালালো চোর ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে আসামী পলাতক সাংবাদিক জিয়ার মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি

ওবায়দুল কাদেরকে এক হাত নিলেন গোলাম মাওলা রনি

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৮ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এক বক্তব্যের সমালোচনা করে রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘আমরা ওবায়দুল কাদের সাহেবের দিকে তাকিয়ে থাকি— কী সুমিষ্ট কণ্ঠ, কী সুন্দর চমৎকার কথা, যা বলেন সবই ভালো লাগে। সম্প্রতি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো সম্পত্তি দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেবকে দিয়েছেন, হাসান মাহমুদ সাহেবকে দিয়েছেন, আনিসুল হক সাহেবকে দিয়েছেন। এই আওয়ামী লীগকে শতবছর ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এরাই যথেষ্ট, আমাদের আসলে কিছু করতে হবে না। ‘গত নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব তো বলেছেনই— তলে তলে পিটার হাস, নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সমঝোতা হয়ে গেছে। আর তারা তো ফেরেশতা, তারা তো মিথ্যা কথা  বলেন না। বাংলার জমিনে ওবায়দুল কাদের একটা কথা বলেছেন— সেটা কি অবিশ্বাস করতে পারি। সংবিধান বের করে আনিসুল হক বলেছেন— এভাবেই সংবিধানে লেখা আছে, এখন ওনার মতো একজন ফেরেশতা যদি আইনের ব্যাখ্যা দেন, তবে কি আমরা এর ওপরে কথা বলতে পারি। ‘তিনি আরও বলেন, আগে তো জানতাম ইলেকট্রিক শক দেয়, সেটা তো আমরা বুঝি। কিন্তু পারমাণবিক বিদ্যুতের শক যে কেমন সেটা তো আমরা এখনো জানি না। এখন আমরা ওই পারমাণবিক থেরাপির অপেক্ষায় আছি। আমরা শুধু ভাবছি, ওই থেরাপিটা দিলে আমাদের অবস্থাটা কেমন হবে। প্রসঙ্গত, গত সোমবার ওবায়দুল কাদের বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়ে গেছে। দুইটা চালান এসে গেছে ইউরেনিয়ামের। পুতিনকে দেখছেন? হস্তান্তর করেছে। কী হবে বাংলাদেশের? আলো ঝলমলে পরিবেশ হবে। আর ফখরুলের অন্তর জ্বালা, কী অন্তরজ্বালা রূপপুর বন্ধ করে দিতে হবে। রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেবো। কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু মির্জা আব্বাসের মাথায় ঢালা হবে। ইউরেনিয়াম ঢেলে ঠাণ্ডা করে দেবো, ডাণ্ডা মেরে ঠাণ্ডা করব না। এই যে লাফালাফি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না, বেশি লাফালাফি করলে খবরদার খারাপ হবে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x