1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :

কিশোরী অন্তঃসত্ত্বা, বাবার বন্ধু গ্রেপ্তার

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৮৮ বার পঠিত
ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বিল্লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৬ এপ্রিল) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল মিয়া কুলিয়ারচর উপজেলার রামদী গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে।

অন্তঃসত্ত্বা কিশোরী বলে, ‘বাবার পরিচয়ে বিল্লাল মিয়া প্রায়ই আমাদের বাড়িতে আসত। একদিন আমার জ্বর থাকায় ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার সৎমা ছোট বোনকে আনতে পাশের গ্রামে খালার বাড়ি গিয়েছিল। আর বাবা তখন ঢাকায় ছিলেন। এই সুযোগে বিল্লাল মিয়া ঘরে ঢুকে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার চার-পাঁচ মাস পর আমার শারীরিক সমস্যার জন্য মেডিকেল টেস্ট করালে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হলে আমাকে মেরে ফেলবে বলে এত দিন কাউকে কিছু জানাইনি।’

কিশোরীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ঘটনা জানার পর স্থানীয় মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু এ মেয়েকে নিয়ে এখন কার কাছে যাব, কী করব?’

স্থানীয় চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, ‘ঘটনা শুনে কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

অভিযুক্ত বিল্লাল মিয়া বাড়িতে না থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x