1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

সিলেটের সাংবাদিক অমিতা সিনহা পেলেন রাঁধুনি কীর্তিমতী সম্মাননা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পঠিত

সিলেটের সাংবাদিক নারী অমিতা সিনহা পেয়েছেন ‘রাঁধুনি কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১’। রোববার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ ও মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু।

শিক্ষা, নারী নির্যাতন, অবহেলিত আদিবাসী জনগোষ্ঠী, রাজনীতি ও শিশু অধিকার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ অমিতা সিনহা এ সম্মাননা পান।

সিলেটের অমিতা সিনহার সঙ্গে অন্যান্য ক্যাটাগরিতে আরও তিন নারী পেয়েছেন কীর্তিমতী সম্মাননা। এর মধ্যে কীর্তিমতী উদ্যোক্তা ২০২১ সম্মাননা পেয়েছেন রাজশাহীর নিলুফা ইয়াসমিন। নওগাঁর তাসমিনা আক্তার পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২১। বগুড়ার ফৌজিয়া হক বীথি পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২১ সম্মাননা।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনি’ ১৫ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x