1. admin@sylheterkujkhobor.com : admin :
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯ বার পঠিত

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের জনজীবন।মুষলধারে বৃষ্টির কারনে নগরের বিভিন্ন সড়কে পানি জমেছে। ড্রেনের ময়লা পানি উপচে উঠেছে সড়কে।  পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।তবে কর্মমুখী মানুষজনের পথচলা থেমে নেই।আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।এর আগে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়- সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর


x