‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল আহসান, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী প্রোগ্রামার আল আমিন হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের নেতৃত্বে শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply