সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ৬ পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। দেয়াল নির্মান করায় ওই ৬ পরিবারের চলাচলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় বাধা দেওয়ায় রাস্তা ব্যবহারকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
হামলার ঘটনায় মামলা হলেও আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনকি পাল্টা মামলা দিয়ে বাড়ি ঘরে গিয়ে প্রতিপক্ষ লোকজন হুমকিও দিচ্ছে। এ অবস্থায় উদ্বেগ উৎকন্ঠায় কাটছে ওই ৬ পরিবারের দিন।
স্থানীয় লোকজন জানান, যে রাস্তা নিয়ে বিরোধ সেটি মাসুম আলীসহ ৬ পরিবারের লোকজন বংশ পরম্পরায় ব্যবহার কওে আসছেন। কেন দেওয়াল নির্মাণ করা হল সেটি তারা বুঝতে পারছেন না। এলাকার লোকজন শান্তিশৃঙ্খলা বজায় রেখে ঘটনার সুষ্টু সমাধানের দাবি জানান।
এলাকার লোকজন আরো জানান, ওই পরিবারের সঙ্গে মাসুম আলীর পরিবারের লোকদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধও রয়েছে। এসব নিয়ে গত ২৩ আগষ্ট মাসুম আলীর পরিবারের লোকদের উপর হামলাও হয়েছে। শুনেছি উভয়পক্ষে মামলাও হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৩ আগষ্ট দক্ষিণ সূরমা উপজেলার লালাবাজার হকিয়ারচর গ্রামের মাসুম আলী সহ ৬ টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন প্রতিপক্ষ লোকজন। তারা দেয়াল নির্মাণ করার কারন জানতে চান প্রতিপক্ষ আব্দুল কুদ্দুসের লোকদের কাছে।
এসময় আব্দুল কুদ্দুসের নির্দেশে শাহেদ আহমদ, সেলিম, জয়নুল, ফজলু, খালেদ ও আমিনুলরা মিলে মাসুম আলীর পরিবারের উপর হামলা চালায়।
এ সময় তাদেরকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হামলায় মাসুম আলী, আল এমরান, সাহিদ আহমদ ও এহসানকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর রক্তাক্ত জখম করা হয়। স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মাসুম আলী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। (মামলা নং ১৫ (৮) ২৩ ইং ধারা: (১৪৩ /৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৫০৬ (২))।
মামলার আসামীরা হলেন লালাবাজার ইউনিয়নের হকিয়ারচর গ্রামের মৃত তাহিরপুর মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস, মৃত আইয়ুব আলীর ছেলে শাহেদ আহমদ, মৃত লাল মিয়ার ছেলে সেলিম আহমদ, সুনু মিয়ার ছেলে জয়নুল আবেদীন, মৃত আহমদ আলীর ছেলে গোলাম আম্বিয়া ফজলু, মৃত আইয়ুব আলীর ছেলে খালেদ আহমদ ও সুনু মিয়ার ছেলে আমিনুল ইসলাম।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, রাস্তার দেয়াল নির্মাণ নিয়ে মারপিটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বিষয়টা আমরা তদন্ত করছি
Leave a Reply