1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

নিবন্ধন করেও অপেক্ষায় ১ কোটি ৭২ লাখ মানুষ, কবে পাবেন সে টিকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৭২ বার পঠিত
ফাইল ছবি
নিবন্ধন করে অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ৫ আগস্ট টিকার অপেক্ষায় ছিলেন প্রায় ৭৫ লাখ মানুষ। আর গত মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত নিবন্ধন করে টিকার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৭২ লাখ। অর্থাৎ মাত্র ১২ দিনের ব্যবধানে টিকার জন্য অপেক্ষমাণ মানুষ বেড়েছে প্রায় এক কোটি। তাঁদের অনেকে এক–দেড় মাস আগে নিবন্ধন করেও এখনো কোনো বার্তা পাননি।

রাজধানীর চারটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি কেন্দ্রের টিকা দেওয়ার সক্ষমতা যদি হয় দেড় হাজার, তাহলে তার প্রায় অর্ধেক চলে যায় দ্বিতীয় ডোজ দিতে গিয়ে। দৈনিক টিকাদানের সক্ষমতা না বাড়িয়ে নিবন্ধন চলমান রাখলে অপেক্ষমাণ তালিকা দীর্ঘ হতেই থাকবে।

ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্রে টিকা দিতে ৮ জুলাই নিবন্ধন করেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নারগিস সুলতানা। গতকাল পর্যন্ত তিনি কোনো বার্তা পাননি। বললেন, ‘টিকা কবে পাব বুঝতে পারছি না। কেন্দ্র থেকে জানিয়েছে, টিকার পেতে নিবন্ধনের বয়সসীমা কমানোয় চাপ বেশি।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ২৭টি কেন্দ্রে গতকাল পর্যন্ত টিকার অপেক্ষায় ছিলেন ৮ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে ১৪টি কেন্দ্রেই অপেক্ষমাণের তালিকা ৩০ হাজারের বেশি। সবচেয়ে বেশি অপেক্ষমাণ ছিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ হাজারের বেশি মানুষ অপেক্ষায় রয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে।

নিবন্ধনের পর নিবন্ধনকারীর তথ্য প্রথমে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়। এরপর কেন্দ্র দৈনিক সক্ষমতা অনুযায়ী মানুষকে টিকা নিতে আসার জন্য খুদে বার্তা পাঠায়। স্বাস্থ্য অধিদপ্তরের সফটওয়্যার ব্যবহার করে বার্তা পাঠানো হয়। কেন্দ্রগুলোর টিকা দেওয়ার সক্ষমতার চেয়ে নিবন্ধন বেশি হওয়ায় জটলা তৈরি হচ্ছে।

রাজধানীর একটি টিকাকেন্দ্রের সমন্বয়ক নাম না প্রকাশের শর্তে বলেন, টিকাকেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা সরবরাহ করা হচ্ছে খুবই নিয়ন্ত্রিতভাবে। কেন্দ্রগুলোর কাছে খুব বেশি টিকা থাকছে না। তাই চাইলেও এক দিনে খুব বেশিসংখ্যক নিবন্ধনকারীকে টিকা নেওয়ার বার্তা পাঠানো সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ জন, দুই ডোজ পেয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন। শুরুতে টিকার বয়সসীমা ছিল ন্যূনতম ৫৫ বছর। কয়েক দফা কমানোর পর এখন ২৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, একটি কেন্দ্রে টিকা দেওয়ার যে সক্ষমতা, তার চেয়ে এখন নিবন্ধন বেশি হচ্ছে। যাঁ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাই পাবেন। ধারাবাহিকতা রক্ষা করে সবাইকে টিকার নেওয়ার বার্তা পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেলে নিবন্ধনই বন্ধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকার জন্য নিবন্ধন করেছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১ লাখের মতো মানুষ। দেড় মাস আগে যাঁরা নিবন্ধন করেছেন, এখন তাঁদের মুঠোফোনে বার্তা পাঠাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে এ হাসপাতালে নিবন্ধনই বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের ভ্যাকসিন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সাজ্জাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার লাখের বেশি মানুষকে টিকা দিতে হবে। তাই গত মঙ্গলবার থেকে এই কেন্দ্রে নিবন্ধন বন্ধ রাখা হয়েছে।

৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত করোনার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চলে। যাঁরা আগেই নিবন্ধন করেছেন, তাঁদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিকা দেওয়া হয়নি। ঢাকায় নিবন্ধন করা অনেকেই সম্প্রসারিত টিকাদানের সময়ে কেন্দ্রে গিয়ে ফিরে আসেন। খুদে বার্তা না থাকায় তাঁদের টিকা দেওয়া হয়নি।

টিকার জন্য গত ২৩ জুলাই মিরপুরের লালকুঠি হাসপাতালে নিবন্ধন করেছেন মিরপুরের বাসিন্দা তানজিমা তাবাচ্ছুম। ৭ আগস্ট সম্প্রসারিত টিকাদানের শুরুর দিন ওই কেন্দ্রে গেলেও টিকা নিতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেকে নিবন্ধন ছাড়াই টিকা পেল। আমরা কি নিবন্ধন করে ভুল করলাম? আমি এখন পর্যন্ত টিকার এসএমএস পাইনি।’

করোনা দ্বিতীয় ডোজের জন্য অনেককে অপেক্ষা করতে হচ্ছে। প্রথম ডোজ টিকা নেওয়ার পরে টিকা কার্ডে দ্বিতীয় ডোজের একটি তারিখ লিখে দেন টিকাদানকারীরা। অনেকেই খুদে বার্তা না পেলেও টিকা কার্ডে উল্লেখিত তারিখে কেন্দ্রে হাজির হচ্ছেন। কিন্তু খুদে বার্তা ছাড়া দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হচ্ছে না। ফলে কেন্দ্রে হট্টগোল লাগার ঘটনাও ঘটছে।

করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষ যে নিবন্ধন করেও টিকার জন্য অপেক্ষায় থাকছেন, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো না গেলে এই জটলা কমানো সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 sylheter kuj khobor.com
Theme Customized By BreakingNews