1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি যুক্তরাজ্যে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত মনোনয়ন বাছাইয়ে টিকলেন ১৯৮৫ প্রার্থী, বাতিল ৭৩১ সিলেটের জালালপুরে কৃষকের কাটা ধানে আগুন দিলো দুর্বৃত্তরা সিলেট ৩ আসনে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ ৪ জনের মনোনয়ন বাতিল

ফর্মে ‘বিশেষ চিহ্ন’ ও পুলিশ ভেরিফিকেশনে লাগে টাকা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৪ বার পঠিত

দালালের সহায়তা ছাড়া পাসপোর্টের জন্য আবেদন করা হলে নানা হয়রানির শিকার হতে হয়। তবে আগের তুলনায় হয়রানি এখন অনেকটাই কমেছে। এ ছাড়া পাসপোর্ট পেতে যে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে সেখানেও টাকা ছাড়া সেবা মেলে না।

সিলেটের পাসপোর্ট সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে অংশীজনের সমন্বয়ে অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম এ জলিল। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মহের উদ্দিন সেখ।

অংশীজনেরা বক্তব্যে জানিয়েছেন, এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে সিলেটে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা ও হয়রানি দূর করতে যে মতবিনিময় সভা হয়েছিল, সে সভায় অভিযোগগুলো নিয়ে আলোচনা হওয়ার পর পাসপোর্ট কার্যালয়ের সেবা পেতে দালালদের উৎপাতসহ হয়রানি এখন অনেকটাই কমেছে।

বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জানান, ২৭ সেপ্টেম্বরের সভায় অংশীজনের কাছ থেকে পাওয়া ১৪টি সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে ৯০ শতাংশ সমাধান হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে সমাধান হবে। এরই মধ্যে পাসপোর্ট কার্যালয়ের দালালের চক্রমুক্ত করা হয়েছে। সেবাপ্রত্যাশীদের সঙ্গে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা যেন মার্জিত আচরণ করেন, সেটা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতি মঙ্গলবার পাসপোর্ট কার্যালয় গণশুনানি করে, এতে ভুক্তভোগীরা অভিযোগ জানাতে পারেন।

সভায় কয়েকজন অংশীজন অভিযোগ করেন, আগের চেয়ে ভোগান্তি অনেকটা কমলেও এখনো দালালদের মাধ্যমে করা পাসপোর্টের আবেদনে থাকা ‘বিশেষ চিহ্ন’ মার্কা ধারী ব্যক্তিরা বেশি সুবিধা পান। এ মার্কা পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তার মাধ্যমে বাহিরের কিছু দালাল এর মাধ্যমে

সময় পাসপোর্ট কার্যালয়ে যাওয়ার জন্য সরু রাস্তাটি প্রশস্তকরণের জন্যও অনুরোধ জানানো হয়।

পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় টাকা লাগে, একাধিক অংশীজনের এমন অভিযোগের প্রসঙ্গে সভায় সিলেটের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম এ জলিল বলেন, বিষয়টা পুলিশ খতিয়ে দেখবে। কেউ যদি পুলিশের কাছ থেকে সদাচরণ না পান, কিংবা কোনো পুলিশের সদস্য যদি এ জন্য টাকা চান, তাহলে ভুক্তভোগীদের বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানোর পরামর্শ দেন তিনি।

সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, এমসি কলেজের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস, কলাম লেখক আফতাব চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি প্রকৌশলী হাসিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পাসপোর্ট কার্যালয়ে এখন দালাল নেই। দালালেরা কার্যালয় থেকে অনেক দূরে গেছে। তাদের চিরতরে সরাতে হবে। পাসপোর্ট পাওয়া মানুষের বৈধ অধিকার। এতে যেন কেউ হয়রানির শিকার না হন, এটা নিশ্চিত করা হবে। পুলিশ ভেরিফিকেশনে যেন কাউকে টাকা না দিতে হয়, সেটাও পুলিশ বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x