1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন

বিশ্বনাথে বসতঘর হতে কিশোরীর লাশ উদ্ধার

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

 ডেস্ক: সিলেটের বিশ্বনাথে রেখা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের রাজনগর গ্রামস্থ আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলীর কলোনী থেকে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা এই কিশোরীর লাশ উদ্ধার করা হয় ।
জানা যায়, ওই কিশোরী প্রায় ৭ মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হুছনা বেগ (২৫) এর সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল। কিশোরীর গর্ভধারিনী মা ময়না বেগম সৌদি আরবে বসবাস করছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা, রেখা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম জানান, লাশের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x