1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

বুবলী বললেন, এসব নোংরা ষড়যন্ত্র

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ নায়িকা নতুন করে প্রেমে জড়িয়েছেন। সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। সকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাপসের স্ত্রী ফারজানা মুন্নী এ খবর শেয়ার করেন। তবে কিছুক্ষণের মধ্যেই সে পোস্ট ডিলেট করে দেন তিনি। তারপর বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে খবর করতে থাকেন। পরবর্তী জানা যায়, তাপসের স্ত্রীর ফেসবুক একাউন্ট হ্যাক হবার কারণে হ্যাকাররা এমন স্ট্যাটাস দিয়েছেন।তবে এ বিষয়টি নিয়ে চিত্রনায়িকা বুবলি এবার মুখ খুলেছেন। তিনি বলেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিতে হবে আমার জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, তা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। একটি গ্রুপ নানাভাবে আমাকে নিয়ে বেশ কিছুদিন ধরে নোংরামি শুরু করেছে। এখন আবার টিএম ফিল্মস এর সঙ্গে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি। ঠিক তখনই কিভাবে পরিবেশ নোংরা করবে সেই পায়তারা করছে এই গ্রুপটি। টিএম ফিল্মস এর তাপস ভাইয়া এবং মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং শিল্পমনা। তাপস ভাইয়ের আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহ এর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন। আমাকে অনেক স্নেহ করেন ভাইয়া এবং আপু দুজনই। আমার পরিবারের অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এমন একটি সুন্দর সম্পর্ক নোংরামি করে স্বার্থ হাসিল করতে চাইছে এই কুচক্রী মহল। আল্লাহ তাদের হেদায়েত দিক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x