1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি যুক্তরাজ্যে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত মনোনয়ন বাছাইয়ে টিকলেন ১৯৮৫ প্রার্থী, বাতিল ৭৩১ সিলেটের জালালপুরে কৃষকের কাটা ধানে আগুন দিলো দুর্বৃত্তরা সিলেট ৩ আসনে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ ৪ জনের মনোনয়ন বাতিল

ভারতে মুসলমান ভেবে ভবরলাল জৈন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৮২ বার পঠিত

ডেস্কঃ  ভারতের মধ্যপ্রদেশের মানসা এলাকায় মুসলমান ভেবে ভবরলাল জৈন নামের এক প্রবীণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে অবশ্য জানা গেছে নিহত ভবরলাল মুসলমান নন বরং জৈন ধর্মাবলম্বী। তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন।

এরইমধ্যে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ১৫ মে মধ্যপ্রদেশের নিমাচ জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ভানওয়ারলাল জৈন রতলাম জেলার সার্সি অঞ্চলের লোক। রাজস্থানের একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পরে ১৫ মে নিখোঁজ হয়েছিলেন তিনি।

শুক্রবার (২০ মে) নিমাচ জেলার একটি রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহতের মরদেহ শনাক্ত করেন তার ভাই রাকেশ জৈন। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং তারা শেষকৃত্য সম্পন্ন করেছে। পুলিশ আরও জানায়, হামলাকারীর নাম দীনেশ কুশওয়াহা। তার স্ত্রী নিমাচের বিজেপি নেত্রী। দীনেশের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গেছে, বছর ৬৫’র এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। ওই প্রবীণের কাছে প্রথমে আধার কার্ড দেখতে চায় হামলাকারী। পরে জিজ্ঞাসা করে, ‘‘তোর নাম কি মহম্মদ, জাবড়া থেকে এসেছিস?’’ এর পরই ওই বৃদ্ধের গালে একের পর এক চড় মারতে দেখা যায় হামলাকারীকে। ভিডিওতে আরও দেখা যায়, আচমকা হামলায় হতভম্ব হয়ে যান ওই প্রৌঢ়। তিনি হামলাকারীকে শান্ত করার চেষ্টা করেন।

কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। হামলাকারীর বেদম প্রহারে ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ ভিডিও প্রকাশ্যে আসার পর বিরোধীরা ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করেছে। কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারি বিজেপির বিরুদ্ধে “ঘৃণার চুল্লি” জ্বালানোর অভিযোগ করেছেন। আর রাজ্য বিজেপির সেক্রেটারি রজনীশ অগ্রবাল বলেছেন, এ ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে এ অভিযুক্তের সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।

এই ধরনের কাজের সঙ্গে জড়িত কাউকেই রাজ্য সরকার ছাড় দেবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x