1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি যুক্তরাজ্যে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত মনোনয়ন বাছাইয়ে টিকলেন ১৯৮৫ প্রার্থী, বাতিল ৭৩১ সিলেটের জালালপুরে কৃষকের কাটা ধানে আগুন দিলো দুর্বৃত্তরা সিলেট ৩ আসনে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ ৪ জনের মনোনয়ন বাতিল

ওসমানী নগরে চলাচলের রাস্তা ও ব্রীজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪১ বার পঠিত

সিলেট জেলার ওসমানিনগর উপজেলার উসমানপুর ইউনিয়ন এর পাঁচপাড়া গ্রামের আছাব মিয়া দীর্ঘ ৫০ বছরের চলাচলের একমাত্র ব্রীজ ভেঙ্গে ও রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আছাব মিয়ার ভাই মনসু মিয়া ও ভাতিজারা মিজান ও মিটুন গত ১০ আগষ্ট হঠাৎ করে ব্রীজ ও রাস্তাটি তাদের দাবী করে  ভাঙ্গতে থাকে  তখন আছাব মিয়ার  দুই ছেলে সাহেল আহমদ ও তার ছোট ভাই বাধা দিলে দু পক্ষের সংঘর্ষ হয়। এতে আছাব মিয়ার ভাই ও ভাতিজারা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করিলে শাহেল আহমদের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত পান। তাহার ছোট ভাইয়ের ও মারাত্মক জখম হয়।
এ বিষয়ে বসবাসরত ভুক্তভোগী অসুস্থ আছাব মিয়া জানান এ জমির  মৌরসি সুত্রে মালিক আমি ও আমার ভাই মনসু মিয়া কিন্তু আমার অংশের জায়গা জোর পুর্বক দখল করতে আমাকে ও আমার পরিবারকে বার বার হুমকি ও নির্যাতন করে আসছে আমার ভাই।
প্রতিবেশী রমজান মিয়া জানান আছাব মিয়া ও মনসু মিয়া তারা আপন দুই ভাই, কিন্তু তাদের বাবার জমি জামা নিয়ে বহু দিন হতে তাদের বিরোধ চলে আসতেছে এবং আমার জানামতে উক্ত ব্রীজ ও রাস্তা আছাব মিয়া বহু বছর হতে ভোগ করে আসতেছেন।
অপরদিকে আছাব মিয়ার ভাই মনসু ও তার ছেলেদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, উক্ত বাড়ীর জায়গা ও রাস্তাটি আমার দাদা আমার বাবার নামে লিখে দিছেন তাই আমরা মৌরসীসুত্রে মালিক হই কিন্তু আমার চাচা আছাব মিয়া দখল করে ভোগ করতেছেন।
ওসমানীনগর থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই নাছির জানান,আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি, দীর্ঘ দিন ধরে উক্ত রাস্তা ও ব্রীজ দিয়ে আছাব আলী চলাচল করতেছেন কিন্ত পুর্ব শত্রুতার জেরে উনার ভাইয়ের সাথে বহু দিন ধরে এ রাস্তা নিয়ে বিরোধ চলতেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x