1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

শপথ নিলেন সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জের ৮ ইউপি চেয়ারম্যান

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার পঠিত

নির্বাচনেরএক মাস ১০ দিনের মাথায় শপথ গ্রহণ করলেন সিলেটের দু’টি উপজেলার নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বুধবার (২৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তায়ফুর রহমান শাহিন, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমেদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা পিয়াংকা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘আপনারা যারা আজ শপথ নিলেন তারা আজ থেকে সকল জনগণের চেয়ারম্যান।

কে কাকে ভোট দিল সেটা দেখার বিষয় নয়। আপনারা জনগণের উন্নয়নে কাজ করুন, আপনাদের সহযোগিতা আধুনিক বাংলাদেশ গড়তে সহায়ক হবে। প্রতিটি কাজে আপনারা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। এসময় জেলা প্রশাসক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।

সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ১৬ মার্চ ভোটগ্রহণ অুষ্ঠিত হয়।নির্বাচনে বিজয়ী হওয়ার এক মাস ১০ দিনের মাথায় নবনির্বাচিত চেয়ারম্যানরা বুধবার শপথ গ্রহণ করলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x