1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:০৭ অপরাহ্ন

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৬৪ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে সিলেটগামী কাভার্ডভ্যানের শায়েস্তাগঞ্জের সুতাংগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশা আরোহী শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে দাউদনগর বাজারের মাছ ব্যবসায়ী খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার চালকসহ গুরুতর আহত দুইজনকে মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় অটোরিকশাচালক চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তবারক উল্লার ছেলে মো.জলফু মিয়া (৪৫) মারা যান।

অপরদিকে এ ঘটনায় আহত রহিম মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে মূমূর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট নেওয়ার পথে রহিম মিয়া মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত রহিম মিয়াকে সিলেটে পাঠানো হলে পথিমধ্যে সে মারা যায়। এ নিয়ে এ ঘটনায় তিনজন মারা গেলেন।
Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর


x