1. admin@sylheterkujkhobor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

১৭ এপ্রিল থেকে ঢাকায় রোমানিয়ার ভিসা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার পঠিত

আগামী ১৭ এপ্রিল থেকে ঢাকায় তিন মাসব্যাপী ভিসা ক্যাম্প পরিচালনা করবে রোমানিয়া।

এ লক্ষ্যে সেদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। রোমানিয়া গমনেচ্ছু প্রায় ৪ হাজার ব্যক্তির ভিসা আবেদন বর্তমানে বিবেচনাধীন।

 

আরও প্রায় ১ হাজার ৫০০ নতুন ভিসাপ্রার্থী ক্যাম্প চলাকালে আবেদনপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা। ভিসা প্রার্থীরা ঢাকার কাকরাইলে বিএমইটি ভবনের ৬ষ্ঠ তলায় ওই ক্যাম্পে নিজেদের কাগজপত্র জমা দিতে পারবেন।

দশ সদস্যের প্রতিনিধি দলের চারজন তিন দিন পর স্বদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। অন্য ছয় কর্মকর্তা ঢাকায় তিন মাস থেকে ক্যাম্প পরিচালনা করবেন।

বাংলাদেশে বর্তমানে রোমানিয়ার দূতাবাস নেই। দেশটি দিল্লির মিশন থেকে এবং বুখারেস্টে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ রেখে থাকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x