1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ইউরোপে সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত পর্তুগালে

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পঠিত

পর্তুগাল প্রতিনিধি: বাংলাদেশীদের আয়োজনে ইউরোপের পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। বাংলাদেশীরা ছাড়াও এই ঈদ জামাতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা। রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ভোর থেকেই লিসবনের বাংলাদেশ অধ্যুষিত এলাকার মাতৃম মুনিজ পার্কের মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে বিশাল ময়দান। ; নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। নির্বিঘ্নে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজে অংশ নেন বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই খুশি, ঈদের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের। এছাড়া প্রবাসেও এমন জমজমাট ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ঈদের জামাতে আসা প্রবাসী বাংলাদেশী মহি উদ্দীন বলেন, পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের এই মাতৃম মুনিজ পার্কের জামাত হচ্ছে সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ সবার অংশগ্রহণে অনেক সুন্দর ও উৎফুল্লময় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী প্রবাসী সাংবাদিক শাহেদ আহমেদ প্রিন্স বলেন, প্রায় ১০ হাজার বাংলাদেশীর পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে ঈদের নামাজে এসেছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। আরেকজন বলেন, আমরা একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছি, এজন্য সকলকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দরনগরী পোর্তো, আলগার্ভ, কাসকাইস, বারেইরো, ভিলা নোভা দ্যা মিলফনতেসসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন ব্যাপক বাংলাদেশি মানুষ। নামাজ শেষে মোনাজাতে মহান সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x