1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

হার্ড হিটার কলিন অ্যাকারম্যান দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবারের সিলেট ফ্র্যাঞ্চাইজের দল নিয়েছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। প্রথমবারের মতো বিপিএলে দল নিয়েই শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স।

এবার নেদারল্যান্ডসের তারকা অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৬২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তিনি। ‌

মূলত দক্ষিণ আফ্রিকার বংশভূত এই অলরাউন্ডার নেদারল্যান্ডসের জাতীয় দলের হয়ে খেলছেন। এমনকি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন তিনি। নেদারল্যান্ডের জার্সি গায়ে ১৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কলিন অ্যাকারম্যান।

একটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৬ রান করেছেন তিনি। তবে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে কদর রয়েছে অনেক। ১৫১ ম্যাচে ৩৫৭৪ রান করেছেন তিনি। সেঞ্চুরি না থাকলেও ২০ হাফ সেঞ্চুরি রয়েছে তার। বল হাতে নিয়েছেন ৭৪ টি উইকেট। এছাড়াও বিপিএলের শক্তিশালী দল গড়তে ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা বিদেশী ক্রিকেটারদের দলে বেরিয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

যেখানে পাকিস্তানের সাবেক ফার্স্ট বোলার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে মাশরাফি। মোহাম্মদ আমিরকে ছাড়াও তারা নিশ্চিত করেছে ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস, (শ্রীলংকা), ও শ্রীলংকার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাকে। সূত্রঃ অনলাইন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x