1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

অ্যাপস দিয়ে সিলেটের সকল থানার জিডি করা যাবে অনলাইনে

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫৩ বার পঠিত

ডেস্ক :: থানায় না গিয়ে কোনো ঝামেলা অথবা প্রশ্নের পর প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে বসে সিলেটের ১১ থানার নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের ১১ থানায় আগামী ১ আগস্ট থেকে এ অনলাইন জিডি সিস্টেম চালু হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম।

তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে জেলার ১১টি থানায় হাতে লেখা জিডি আবেদন আর গ্রহণ করা হবে না। সাধারণ ডায়েরির জন্য সেবাপ্রত্যাশীরা নিজেই http://gd.police.gov.bd/ এই সাইটে গিয়ে নিজ নিজ মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন পূর্বক জিডি আবেদন করতে পারবেন।

তিনি আরও বলেন, সেবাপ্রত্যাশীরদের জন্য বাংলাদেশ পুলিশের জিডি সেবা সম্পূর্ণ ফ্রি। আপনার আবেদনটি সাধারণ ডায়েরির অর্ন্তুভুক্তির যোগ্য বিষয় হলে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার তাৎক্ষনিক আপনাকে জিডি নম্বর প্রদান করবে। যার একটি নোটিফিকেশন আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ম্যাসেজ আকারে যাবে। জিডি আবেদন করার জন্য আপনাকে কোন ফোন-ফ্যাক্স কিংবা কম্পিউটারের দোকানে যাবার প্রয়োজন নেই। প্লে-স্টোর থেকে অনলাইন জিডি নামের এ্যাপসটি নামিয়ে নিমিষেই পাবেন আপনার প্রত্যাশিত সেবাটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x