1. admin@sylheterkujkhobor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সিলেটে আবারো করোনার হানা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২১৮ বার পঠিত

সিলেটে চলমান ভয়াবহ বন্যার মাঝেও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতি ভাইরাস করোনা। গত দুই বছর টানা দাপটের পর সিলেটে অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিলো ভাইরাসটি।

তবে হঠাৎ কিছুটা বেড়েছে করোনার সংক্রমণ। জানা গেছে, প্রায় সাড়ে চার মাস পর সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯ শতাংশ ছাড়িয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তৃতীয় ধাপের সংক্রমণ কমতে শুরু করে। গত ১৩ ফেব্রুয়ারি ১ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ছিল ৯ দশমিক ৭৮।

এরপর শনাক্ত কমতে শুরু করে। ফেব্রুয়ারির পর থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত শনাক্ত ৩ শতাংশের মধ্যে ছিল। তবে হঠাৎ শনাক্তের হার বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেটের ৬০ ও মৌলভীবাজার জেলার ৫ জনের নমুনা পরীক্ষায় সিলেটে ৪ জন ও মৌলভীবাজারের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে মোট ৬৬ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৬১ জন। অপদিকে, করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট মারা গেছেন ১ হাজার ২৩৬।

সর্বশেষ গত ২২ জুন সিলেটে করোনাক্রান্ত এক চিকিৎসক মারা যান। সিলেটে দুই মাস চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম শামসুর রহমান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ছিলেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x