1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ০৪:২৯ অপরাহ্ন

লালাবাজারে বাসিয়া নদীতে সেতু চাই ———আলাউদ্দিন পাশা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৬০ বার পঠিত

লালাবাজারে বাসিয়া নদীতে সেতু চাই ———আলাউদ্দিন পাশা

লালাবাজারে বাসিয়া নদীত যান চলাচলের উপযোগী সেতু চাই
জনপদের যাতায়াতকারী গনমানুষের দীর্ঘদিনের এমন দাবী যে ভাই।

জনগনের দাবীর মুখে ১৯৭৮ সালে এ স্হানে ফুটব্রীজ করছে তখনকার সরকার
সময়ের প্রয়োজনে সেখানে যান চলাচলের উপযোগী সেতু নির্মান খুবই যে দরকার।

সময় সময় এ জনপদের মানুষ বাসিয়া নদীতে সেতু নির্মানের জন্য দাবী করে আসছে
যান চলাচলের উপযোগী সেতু না থাকায় জনদুর্ভোগ ক্রমেই যে বাড়ছে।

সরকার আসে সরকার যায় নেতারা দিয়ে যায় সেতু নির্মানের ঘোষনা
দিনের পর দিন বছরের পর বছর যায় কাজের কাজ কিছুইতো হয়না।

সেতু নির্মানের জন্য কাজ করে গেছেন অনেক জন কেহ আছেন পরপারে কেহ আছেন বুড়ো হয়ে
কবে যে স্বপনের এ কাংখিত সেতু হবে দুংখ যে রয় বয়ে।

লালাবাজারের বাসিয়া নদীর পশ্চিমপাড়ে রয়েছে দুটি উপজেলার পাকা দুটি সংযোগ সড়ক
যানবাহন উপযোগী সেতু না থাকায় গুরুত্বহীন হয়ে আছে যেনো সড়ক দুটির নাই কোন অভিবাবক।

জনপদের মানুষের এখন এক দফা এক দাবী বাসিয়া নদীতে সেতু কবে হবি
দাবী তুলো সোচ্চার হও সেতু বাস্তবায়নের জন্য একজোট হও আওয়াজ তুলো সবি।

জনগনের যাতায়াতের সুবিধার জন্য স্হানে স্হানে সেতু করছে শেখ হাসিনান সরকার
লালাবাজারে বাসিয়া নদীতে সেতু নির্মান করে দেবে জনগনের এ ন্যায্য দাবী যাবেনা বেকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 sylheter kuj khobor.com
Theme Customized By BreakingNews