1. admin@sylheterkujkhobor.com : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমায় গরু ছিনতাইয়ের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৪/২৬ মেয়াদের কমিটি ঘোষনা সভাপতি ফুলর সাধারণ সম্পাদক নুরুল ৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ দক্ষিণ সুরমায় ত্রিমুখী লড়াইয়ের আভাস জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দিলো পশ্চিমবঙ্গ সরকার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে জুয়েল আহমদ যারা কথায় কথায় স্যাংশনস দেয় তারা ঘরে ঢুকে মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

বিশ্বনাথের মেয়রের বিরুদ্ধে এমপির পিএস’র ১১০ কোটি টাকার মানহানীর মামলা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৫ বার পঠিত

সিলেটের বিশ্বনাথের পৌর মেয়রের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে ১১০ কোটি টাকার মানহানীর মামলা করেছেন এমপি মোকাব্বির খানের ব্যাক্তিগত সহকারি আহমেদ কবির আদনান (৩০)। সোমবার (২ অক্টোবর) সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করা হয়। (মামলা নং-১৯৭/২০২৩)।মামলায় মুহিবুর রহমানকে প্রধান আসামীসহ আর দু’জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী দেয়া হয়েছে। মামলায় বাকি দুই আসামিরা হচ্ছেন, টেংরা আলীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সিতাব মিয়া (৪৫) এবং গ্রাম ও পিতা অজ্ঞাত আলী মিয়া (৪৮)। আর এই মামলায় এমপি মোকাব্বির খানসহ তিনজনকে স্বাক্ষী করা হয়েছে।দ্রুত তদন্তের জন্য মামলাটি পিবিআইকে নির্দেশ দেন বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী।বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, মেয়র মুহিবুর রহমান এমপির উন্নয়ন প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসামূলক, আক্রমানাত্মক, অশালীন, মিথ্যা ও বানোয়াট তথ্য বক্তব্য দেয়ায় ১১০ কোটি টাকার মানহানী হয়েছে।এনিয়ে সাইবার ট্রাইব্যুনালে মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে প্রথম মামলা দায়ের করেন উপজেলা আ’লীগের উপ-দফতর সম্পাদক মো: নুরুল হক। গত ৩০ আগস্ট সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেছেন তিনি। নুরুল হক পৌরসভার দক্ষিণ মুশুলা (জানাইয়া) গ্রামের হাজী আব্দুল আলীর ছেলে। সাইবার পিটিশন মামলা নং-১৬০/২০২৩ ইংরেজী। মামলায় পৌরসভার মেয়র মুহিবুর রহমান (৬৮) কে একক আসামি করা হয়।এবিষয়ে মেয়র মুহিবুর রহমান বলেন, ‘আমার ধারণা ছিলনা টিউবওয়েল বাণিজ্যে এমপি মোকাব্বির খান জড়িত। কিন্তু এখন দেখছি তিনিও ‘নুনু’ (উপজেলা চেয়ারম্যান)  চুরা থেকে কম নয়। শিগগিরই আরও সচিত্র প্রতিবেদন আসছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x