1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে তিন ঘন্টা নগরবাসীকে ভূগিয়ে শ্রমিক অবরোধ প্রত্যাহার সিলেটে আয়ার সাথে ক্লিনিক মালিকের পরকিয়া থানায় মামলা আসামীরা পলাতক লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগে অপপ্রচার করে ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা বিশ্বনাথে ৪ বছর বয়সে ‘বীর মুক্তিযোদ্ধা’ আগাম নির্বাচনী প্রচার নিয়ে তোলপাড় সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা তাঁতী লীগের শোক প্রকাশ- এডভোকেট নাসির উদ্দিন খান কে জেলা তাঁতী লীগের অভিনন্দন– দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়রানি ভুক্তভোগীদের অভিযোগের পাহাড় লালাবাজারে বাসিয়া নদীতে নতুন সেতু নির্মান দাবী বারবার উপেক্ষিত যৌতুকের মামলায় আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন টি২০ থেকে অবসর নিলেন মুশফিক

ক্রেতা সংকটে পেঁয়াজ ব্যবসায়ীরা

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৯ বার পঠিত

ডেস্কঃ হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও ক্রেতা সংকটের কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। গত তিন দিন ছুটির পরে পেঁয়াজ আমদানি শুরু হলেও বন্দরে ক্রেতাদের উপস্থিতি ছিল কম।

প্রতিদিন দুপুর থেকে ট্রাকভর্তি পেঁয়াজ বন্দরে একে একে প্রবেশ করতে থাকে। ট্রাকগুলো বন্দরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় বিক্রির উদ্দেশ্যে। তবে ক্রেতা অনেকটাই কম। যেসব ক্রেতারা আসছেন তারাও অপেক্ষায় আছে মোকামগুলো থেকে ফোন আসার।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন পাইকারের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন দিন ছুটির আগে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজের আমদানি হয়েছে। আমদানিকৃত পেঁয়াজগুলো বিভিন্ন মোকামে মজুত থাকার কারণেই পেঁয়াজের চাহিদা অনেক কমেছে।

আরেকজন পাইকার বলেন, মোকাম থেকে ফোনের অপেক্ষায় আছি। প্রতিদিন চার-পাঁচ ট্রাক পেঁয়াজ কিনে থাকি। আজকেও দুই ট্রাক পেঁয়াজ কিনেছি। অন্যান্য আড়তে পেঁয়াজ কিনে দেই। তারা এখনো ফোন করেনি। জানালে হয়তো আরো পেঁয়াজ কিনব।

পেঁয়াজ আমদানির বিষয়ে আমদানিকারক ব্যবসায়ীরা বলেন, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের ইম্পোর্ট পার্মিট আইপির মেয়াদ আছে। যেহেতু মেয়াদ প্রায় শেষের দিকে যার কারণে পর্যাপ্ত পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। শুধু হিলি স্থলবন্দর না বাংলাদেশের অন্যান্য স্থলবন্দরগুলো দিয়েও পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ার কারণেই মূলত পেঁয়াজের ক্রেতা অনেকটাই কম।

হিলি স্থলবন্দরে সোমবার (২১ মার্চ) আমদানি হয়েছে ইন্দ্র, নাসিক, নগর জাতের পেঁয়াজ। এসব পেঁয়াজ ট্রাক সেলে বিক্রি হচ্ছে। ইন্দ্র জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজিতে , নাসিক বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকা, নগর বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা কেজি দরে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য তাই শুল্কায়ন শেষে দ্রুত ছাড় দেওয়া হয়ে থাকে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহের ৭ কর্মদিবসে ২৯৩ ট্রাকে ৮ হাজার ৩২৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি সপ্তাহের ২ কর্মদিবসে আমদানি হয়েছে ভারতীয় ৫৯ ট্রাকে ১ হাজার ৬১৪ মেট্রিক টন পেঁয়াজ।
Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর


x