1. admin@sylheterkujkhobor.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
হয়তো কয়দিন পর না খেয়ে মরতে হতে পারে। এম.এ গণি ও মিসেস মনোয়ারা খানম ট্রাস্টের বৃত্তি পরীক্ষা ১৯শে অক্টোবর বুঙ্গার চিনি ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক সিলেট মহানগর বিএনপির দুই নেতা। শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন করলো পর্তুগাল আওয়ামীলীগ সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার রুহের মাগফেরাত কামনায় নাগরিক কমিটির মিলাদ ও দোয়া মাহফিল ফখরুল খানের ‘স্পোকেন ইংলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন ফুলে ফেপে উঠতেছে কুশিয়ারা, বন্যার শ ঙ্কা পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা ছাত্র আন্দোলনের প্রতি তালামীযের সমর্থন অব্যাহত সিলেটে ছাত্রদের ছত্রভঙ্গ করল পুলিশ, আটক এক

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার বিষয়ে এবার মুখ খুললেন সাকিব

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে চাননি সাকিব আল হাসান, এমন কথা অস্বীকার করেছেন তিনি। তবে সাকিব এটিও বলেছেন, তামিম যে বেছে বেছে খেলতে চেয়েছিলেন, সেটি তিনি শুনেছেন। তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারটি তিনিসহ দলের ড্রেসিংরুমের সবাই আগে থেকেই জানতেন বলেও জানিয়েছেন সবুধবার গণমাধ্যমের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকার তামিমের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে সাকিব বলেন, ‘এই বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। না বিশেষ কোনো খেলোয়াড়, না মেডিকেল টিম, না নির্বাচক। অবশ্যই (সিদ্ধান্ত) বোর্ডের। সবার মত থাকে (অনেক ব্যাপারেই), তবে এ নিয়ে আমার সঙ্গে কথা হয়নি।’

তবে সাকিব বলেন, চোট নিয়ে কারও খেলা উচিত নয়। এ ব্যাপারে মহেন্দ্র সিং ধোনির ২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্টের আগে বলা কথার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার কথা গুরুত্বপূর্ণ না, আমার সামর্থ্য, এখতিয়ার—এসব নিয়ে অনেকের সংশয় থাকতে পারে। তবে এম এস ধোনি যেহেতু সব জিতছে, তার ওই নলেজ, সেন্স আছে। তার চেয়ে বেশি বাংলাদেশের কারও নেই। ধোনি যদি বলে থাকে, ফিট না হলে খেলাটা চিট করে (প্রতারণা) তার টিমের প্রতি, দেশের প্রতি—আমার মনে হয় মেনে নেওয়া উচিত।’

তামিমের প্রসঙ্গে এসেছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের কথাও। তবে দুটি ব্যাপার আলাদা বলেও মনে করেন সাকিব, ‘শুধু তামিম না, অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে হলেও একই বলতাম। যদি নিশ্চিত না থাকি কে কোনটা খেলবে…উইলিয়ামসনের উদাহরণ দিই, সে দুই ম্যাচ খেলবে না, কিন্তু এর পর থেকে খেলবে। তাহলে আমার সমস্যা নেই। কিন্তু যদি এমন হয়, সপ্তম ম্যাচে খেলবে কিনা, তিন নম্বর ম্যাচে খেলবে কিনা (কেউ)…এবং (সেটা আমি) জানি ম্যাচের দিন সকালে। মনে করি না এমন খেলোয়াড় আমার দরকার আছে। তবে এ বিষয়ে আমার কোনো আলাপ হয়নি। একটা জিনিস আমি অবশ্যই শুনেছি, সে বেছে বেছে খেলবে।’

বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তামিম। তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটিও দলের ড্রেসিংরুমের সবাই আগে থেকে জানতেন বলে জানিয়েছেন সাকিব, ‘আমার কাছে তো অন্তত মনে হয়। প্রায় সিরিজেই ড্রেসিংরুমে শুনতাম, (অধিনায়কত্ব) করবে না, ছেড়ে দিচ্ছে। এক প্লেয়ারকে এমনও বলতে শুনেছি, ভাই ছেড়ে দিলে ছেড়ে দেন। যাতে যে আসছে সময় পাবে। কিন্তু সেটিই হয়েছে। সময় পায়নি যে আসছে। এটি সবাই জানত। ড্রেসিংরুম থেকে বোর্ড অফিশিয়াল—সবাই। পাপন (নাজমুল হাসান) ভাই থেকে শুরু করে সবাই, শুধু কেউ বলেনি।’

তবে তামিম নিজে থেকে সরে না দাঁড়ালে অধিনায়কত্বে বিশ্বকাপের আগে কখনোই পরিবর্তন আসত না বলেও জানান তিনি।াকিব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x