1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জিন্দাবাজার থেকে শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে পালালো চোর ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে আসামী পলাতক সাংবাদিক জিয়ার মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি

দক্ষিণ সুরমা সিলামে ডাকাত আতঙ্কে জনগন

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম তেলিপাড়া এলাকার কয়েকটি দোকান ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা সহ প্রায় ১লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৪ অক্টোবর) রাত ৩টায় মোগলাবাজার থানা এলাকার সিলাম ইউনিয়নের তেলিপাড়া এলাকার তারানা স্টোর সহ কয়কটি দোকানে এ ডাকাতি ঘটনা ঘটে।
দোকানের মালিক সুত্রে জানা যায় নগদ ২৫ হাজার টাকা সহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

বিগত (১৩ সেপ্টেম্বর) রাত ৩টায় একই এলাকার টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেল এর বাড়িতেও ডাকাতি ঘটনা ঘটে।

বাড়ির মালিকের সূত্র দিয়ে মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় মোগলাবাজার সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের মৃত-তালেবুল গণি ইস্তেশামুল গণি তাজেল (৪২) এর বাড়িতে ডাকাতরা হানা দেয়। ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাসায় বসবাসকারীদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন।এ সময় ডাকাত দল বাসা থেকে ৩/৪ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোনসহ ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রোপ্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এই ঘটনায় সিলাম টিকরপাড়া গ্রামের ইশতেকার গণি তাজেল বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩/১৫০, তারিখ:১৪/০৯/২০২৩। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে রবিবার খোজারখলা এলাকা থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গত দুই মাসে উক্ত দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে হঠাৎ করেই চুরি, ডাকাতি, বেড়ে গেছে। আগে কখনও এমনটা ঘটেনি দাবি করে স্থানীয়রা বলছেন, চুরি-ডাকাতির ভয়ে রাতে ঘুমানোও মুশকিল হয়ে গেছে, সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

স্থানীয়রা বলছেন, পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে। চুরি-ডাকাতির অধিকাংশই রাতের বেলা বিভিন্ন বাসা-বাড়ি এবং দোকানে সংঘটিত হচ্ছে। লুট হচ্ছে ব্যবসায়ীদের টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল। বিগত দুই মাসের ব্যবধানে এলাকায় বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তবে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনা ঠেকাতে নিয়মিতই অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x