1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরাইলি গায়িকা গ্রেফতার

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪ বার পঠিত

ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেফতার করা হয় ইসরাইলি গায়িকা দালাল আবু আমনেহকে। উত্তর ইসরাইলের নাজারেথ শহর থেকে আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে- জনপ্রিয় গায়িকা দালাল আবু আমনেহকে গত সোমবার গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। চলমান যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে তাকে। ইসরাইলি পুলিশের দাবি, আরব সমাজের প্রভাবশালী এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরাইলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। প্রথমে তাকে আটক করে থানায় আনা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। জননিরাপত্তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকে এ গায়িকাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, আমনেহ একটি দাতব্য সংস্থায় কাজ করেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা সেই দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন। সেখানে আরও লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় গায়িকাকে। পাশাপাশি তিনি একজন ডাক্তারও। তিনি কবি আনন আব্বাসীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই ছেলে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x