1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিন্দাবাজার থেকে শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে পালালো চোর ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো জকিগঞ্জ থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে আসামী পলাতক সাংবাদিক জিয়ার মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক লালাবাজারে নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেলো লাশ ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ভাগ্নেদের বিক্রি করলেন মামা! ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : যুক্তরাষ্ট্র নির্বাচনে কারচুপি-জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ওসমানী মেডিকেলের চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্র তা র ণা র চেষ্টা, কর্তৃপক্ষের জিডি

হাঙ্গেরী রোমানিয়া সীমান্তে আটক ২৪ বাংলাদেশেীসহ ৮৬ অভিবাসী

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

অনিয়মিত পথে রোমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টার সময় ৮৬ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ৷ অভিবাসীরা বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গেছে৷ দুটি আলাদা বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রোমনিয়া সীমান্ত পুলিশ৷ সোমবার (১৩ নভেম্বর) বর্ডার পুলিশ জানায়, রোববার আনুমানিক রাত ১:৩০ মিনিটের দিকে নাদলাক-২ সীমান্তে একটি মালবাহী লরিতে লুকিয়ে থাকা ৫২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে৷ গাড়িটির ২৬ বছর বয়সি রোমানীয় চালক রোমানিয়া-ইটালি রুটে ফ্রিজ বহন করার তথ্য দিয়েছিল,

অভিবাসীদের সবার বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের নাগরিক বলে শনাক্ত করেছে কর্তৃপক্ষ৷ তারা লরিতে লুকিয়ে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছিলেন৷ তাদের সবাই বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় আসেন৷

রোববার (১২ নভেম্বর) প্রকাশিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত পুলিশ জানিয়েছে, একটি ট্রাক এবং আরেকটি কোচের ভেতর থেকে ৩৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন৷ প্রথম গাড়িটি ছিল একটি বিশেষভাবে সাজানো ট্রাক৷ একজন লিথুয়ানিয়ান নাগরিক গাড়িটি চালাচ্ছিলেন৷ সেখান থেকে ২৪ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে আটক করা হয়৷ তাদের সবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়া এসেছিলেন৷

সেখান থেকে শ্রীলঙ্কা এবং ভারতের ১০ জন নাগরিককে শনাক্ত করা হয়৷ গাড়িটি একজন ইউক্রেনীয় নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক পালা করে চালাচ্ছিলেন৷ প্রাথমিকভাবে তারা রোমানিয়া-স্পেন রুটে পণ্য পরিবহণের তথ্য দিয়েছিলেন৷ কিন্তু অভিযুক্তরা সেটির পরিবর্তে অভিবাসী পাচারে যুক্ত হয়েছিলেন৷ অভিযানে আটক চালকদের বিরুদ্ধে অভিবাসী পাচারের অভিযোগ আনা হয়েছে৷ অপরদিকে, সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হওয়া অভিবাসীদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ তদন্তাধীন রয়েছে৷

রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে৷ ২০২২ সালের শেষদিকে ক্রোয়েশিয়ার আবেদন গ্রহণ হলেও বাতিল হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদন,

শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের ওপর বেশ কড়া নজরদারি রাখে রোমানিয়া৷ শেঙ্গেন জোনে ঢুকতে মরিয়া রোমানিয়া৷ তাই সীমান্তে কড়া নিরাপত্তা বজায় রেখে ইইউর দেশগুলোর সম্মতি পেতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনজি ও অভিবাসন বিষয়ক সংস্থাগুলো৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x