1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দিলো পশ্চিমবঙ্গ সরকার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে জুয়েল আহমদ যারা কথায় কথায় স্যাংশনস দেয় তারা ঘরে ঢুকে মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা ব্রিজের কাজ না করেই ১৫ লাখ টাকার বিল উত্তোলন করে নিজাম এন্টারপ্রাইজ চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বিচার চাওয়ায় পিতার উপর হামলা দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাউল পাগল হাসান

দুলাভাইয়ের হাতে শ্যালিকা খুন

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার পঠিত
ডেস্কঃ স্বামী-স্ত্রীর কলহের জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জে দুলাভাইয়ের নির্যাতনে কলেজ পড়ুয়া শ্যালিকা খুন হয়েছে। নিহত কলেজ শিক্ষার্থীর নাম রোখসানা আক্তার (১৭)। সে উপজেলার গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে এবং করিমগঞ্জ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ উপজেলার মোদকপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর (৩৫) পলাতক রয়েছে। মাহবুবুল আলম ওরফে ওমর করিমগঞ্জের মোদক পাড়ার বাসিন্দা। সে করিমগঞ্জ বাজারের ফলের ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, মাহবুবুল আলম ওরফে ওমরের সঙ্গে গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে হাওয়া আক্তারের ২০০৮ সালে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যান হাওয়া আক্তার। এরপর ওমর তার স্ত্রীর সাথে আর যোগাযোগ করেনি। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে হাওয়া আক্তারের ছোট বোন রোখসানা আক্তার বাড়ি ফিরছিল।

এ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় দুলাভাই ওমর। সেখানে তাকে নির্মম নির্যাতনে আহত করা হয়। আহত অবস্থায় রোখসানা প্রথমে গুজাদিয়া নিজের বাড়িতে যায়। যন্ত্রণা সহ্য করতে না পারলে পরিবারের লোকজন তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর পলাতক রয়েছে।  পুলিশ তাকে খুঁজছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x