অনলাইন ডেস্ক: পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সরদার গোলাম রাব্বানীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা দপ্তরের দায়িত্বে যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদের যৌথ সিদ্ধান্তে রাব্বানীকে বহিষ্কার করা হয়।
মারুফ হাসান বলেন, ‘বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ না করে গোলাম রাব্বানী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনীয় প্রচারণায় অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।’
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সরদার গোলাম রাব্বানীকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদ বাতিলের জন্য কেন্দ্রীয় যুবদল বরাবর সুপারিশ করা হয়েছে।’
বহিষ্কৃত নেতা গোলাম রাব্বানী বলেন, ‘এর আগে উপজেলা যুবদলের কমিটি পুর্ণাঙ্গ হওয়ার সময় পদবাণিজ্যের অভিযোগ এনে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছিলাম, জেলা কমিটি তা তখন গ্রহণ করেনি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনীয় প্রচার প্রচারনায় অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে সরদার গোলাম রাব্বানী তা স্বীকার করে নেন।
Leave a Reply