1. admin@sylheterkujkhobor.com : admin :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দিলো পশ্চিমবঙ্গ সরকার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে জুয়েল আহমদ যারা কথায় কথায় স্যাংশনস দেয় তারা ঘরে ঢুকে মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা ব্রিজের কাজ না করেই ১৫ লাখ টাকার বিল উত্তোলন করে নিজাম এন্টারপ্রাইজ চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বিচার চাওয়ায় পিতার উপর হামলা

বন্যা দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে, কেউ অনাহারে থাকবে না: এমপি হাবিব

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২১০ বার পঠিত

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের প্রতি সু-নজর রয়েছে। আর পর্যাপ্ত খাদ্য রয়েছে, আপনারা হতাশ হবেন না। প্রধানমন্ত্রী’র নির্দেশে এলাকার বন্যার্তদের পাশে আছি। বন্যা দুর্গত এলাকায় কেউ অনাহারে থাকবে না, সে লক্ষ্যে খাদ্য সহায়তা করে যাচ্ছি।

তিনি দক্ষিণ সুুরমার বরইকান্দি ও কুচাই সুরমা নদীর পাড় এলাকার উন্নয়ন করার আশ্বাস দিয়ে বলেন বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে সেনা বাহিনী সহ কর্মকর্তারা কাজ করছেন।

এমপি হাবিব বুধবার দিনব্যাপী নগরীর দক্ষিণ সুরমা বরইকান্দি ৪নং রোড, পিরিজপুর, কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ ও শ্রীরামপুর মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর, ইলাশপুর, মাইজগাঁও ইউনিয়নের বারহাল, মঈনপুর ও মোমিনপুর, ঘিলাছড়া ইউনিয়নের পূর্বভাগ এবং বিকালে বাদেদেউলী এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূছরাত লায়লা নীরা, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা সারমিন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ-সভাপতি শাহ আহমদুর রব, রফিকুল ইসলাম রফু, আব্দুর রসিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম হাদী লুহিত, ফজলুল করিম হেলাল, মুরুব্বি মাষ্টার ফয়জুল হক চৌধুরী, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

উপস্থিত ছিলেন বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  তাহসিন আহমদ দিপু,দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম,সদস্য ইকবাল হোসেন মিঠু,আওয়ামীলীগ নেতা খসরুজামান,কামাল উদ্দিন, যুবলীগ নেতা লোকমান আহমদ,রুফুল মাহমুদ,সায়েম হোসেন,দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ,সেচ্ছাসেবকলীগনেতা মনজুর আলী প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x