1. admin@sylheterkujkhobor.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমনি

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ বার পঠিত

আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার স্বামী অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। সোমবার (১৮ই সেপ্টেম্বর) তিনি এই ডিভোর্স লেটারটি পাঠান বলে জানা গেছে। কয়েক মাস ধরেই এই তারকা দম্পতির দাম্পত্যজীবন খুব একটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে মাস কয়েক আগে শরিফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে অভিনেত্রী তানজীন তিশা, সুনেরাহ বিনতে কামাল ও তুষির কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।

তার পর পরই পরীমনি জানিয়েছিলেন, রাজের সঙ্গে আর থাকতে চান না। একই সুরে কথা বলেছিলেন রাজও। এদিকে তিনদিন আগে এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! আল্লাহ ভরসা। এরপর থেকে অনেকেই ধারণা করছিলেন, পরীমনি তার স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিবেন।উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে ঘরোয়া আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ে হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। রাজ-পরীমনির ঘরে রাজ্য নামের ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x