1. admin@sylheterkujkhobor.com : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমায় গরু ছিনতাইয়ের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৪/২৬ মেয়াদের কমিটি ঘোষনা সভাপতি ফুলর সাধারণ সম্পাদক নুরুল ৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ দক্ষিণ সুরমায় ত্রিমুখী লড়াইয়ের আভাস জালালাবাদ থানা রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দিলো পশ্চিমবঙ্গ সরকার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে জুয়েল আহমদ যারা কথায় কথায় স্যাংশনস দেয় তারা ঘরে ঢুকে মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে: মন্ত্রী ইমরান

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৪ বার পঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার প্রতিটি পর্যায়ে ব্যাপক সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে দেশ। শিক্ষাক্ষেত্রের এ বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। শহর থেকে গ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলেও নতুন নতুন স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে।এছাড়াও বিদ্যমান  শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন নতুন আধুনিক সুযোগ-সুবিদা সম্পন্ন ভবন তৈরি হচ্ছে যার ফলশ্রুতিতে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে এক অনন্য মাত্রায়।শুক্রবার গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাকুর বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আছলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল। নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে অভিহিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, অতীতে আমি অনেক উন্নয়ন কাজ করেছি, বর্তমানেও বিভিন্ন উন্নয়ন কাজ করছি এবং অনেক কাজ প্রক্রিয়াধীন আছে। এ সরকার পুরো একটি সার্বিক উন্নয়ন চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হচ্ছে। পরিকল্পনা মাফিক কাজ করলে সবাই লাভবান হয় এবং কাজের সময় ও জটিলতা কমে যায়। আমার বর্তমান পরিকল্পনা হচ্ছে আমার নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তা গাড়ি দিয়ে যাওয়ার উপযোগী করে তোলার মাধ্যমে এ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যাতে কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে অত্র এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও জীবন মানের উন্নতি হবে।   সাধারণ জনগণকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমরা অনুন্নত বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ হয়েছি। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরির এই পথযাত্রা কে এগিয়ে নিতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x