1. admin@sylheterkujkhobor.com : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা কথায় কথায় স্যাংশনস দেয় তারা ঘরে ঢুকে মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা ব্রিজের কাজ না করেই ১৫ লাখ টাকার বিল উত্তোলন করে নিজাম এন্টারপ্রাইজ চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, বিচার চাওয়ায় পিতার উপর হামলা দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাউল পাগল হাসান আসন্ন উপজেলা নির্বাচনে মোহাম্মদ ফখরুল ইসলাম শায়েস্তার প্রার্থিতা বাতিল তামাবিল স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম ২ দিন বন্ধ থাকবে নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হানিফ সংকেতের মৃত্যু নিয়ে গুজব

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২৩ বার পঠিত

ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত’! মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই এ গুজব ছড়িয়েছে টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায়। নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়।

এদিকে এমন খবরে লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তিত হয়ে পড়েন।

বুধবার (২৫ মে) হানিফ সংকেত সাংবাদিকদের বলেন, শুনেছি দুদিন আগে টিকটক নামের একটি সোস্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়।

তারপর সেটিকে সত্য মনে করে বেশ ক’জন দায়িত্বশীল ব্যক্তি আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।

হানিফ সংকেত জানান, গুজবের বিষয়টি তিনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছেন। তারা গুজব প্রচারকারীদের ধরতে কাজ করছেন। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।

এদিকে কিছু পেজ থেকে আবার দাবি করা হচ্ছে, হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার এক ভাই।

হানিফ সংকেত এই তথ্যটিও ভুল বলে বিরক্তি প্রকাশ করেন জানান, তার ভাই বছর খানেক আগেই মারা গেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x