1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

নুপুর শর্মার খুঁজে দিল্লীতে অবস্থান করছে মুম্বাই পুলিশের দল

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২০৫ বার পঠিত

বিজেপি নেত্রী নুপুর শর্মাকে খুঁজতে ভারতের রাজধানী দিল্লীতে অবস্থান করছে মুম্বাই পুলিশের দল। মুম্বাই পুলিশ বলছে, নুপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

নবীকে নিয়ে নুপুরের বিতর্কিত মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে ভারতসহ সারাবিশ্বের বিভিন্ন দেশে। নিন্দা জানিয়েছে আমেরিকা, ইরান, কাতারসহ একাধিক দেশ। বিজেপি নেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি নুপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুম্বাই পুলিশে।

নুপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার বলছে, বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নুপুরের খোঁজে গত পাঁচ দিন ধরে রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বাই পুলিশের দল। আগামী ২৫ জুন নুপুরকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নুপুরকে হাজিরা দিতে বলা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নুপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ। নুপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশও। ঘৃণাভাষণের অভিযোগে নুপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল।

নুপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়াসহ নানা ধারায় মামলা করা হয়েছে। নুপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী।

আগামী ২০ জুন নুপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে করেছে কলকাতা পুলিশ। এফআইআর দায়ের করেছে দিল্লী পুলিশও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x