1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

অবরোধের মধ্যে সিলেটে হরতাল

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২ বার পঠিত

সরকার পতনের এক দফা দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত-বিএনপি। সোমবার দিবাগত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত।পুলিশের ধাওয়া খেয়ে এক কর্মী নিহতের জেরে আজ বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার সন্ধ্যায় এ হরতালের ডাক দেওয়া হয়। সন্ধ্যায় হরতালের সমর্থনে জিন্দাবাজার এলাকায় মিছিলও করে যুবদল।বুধবার (১ নভেম্বর ) চলমান অবরোধের দ্বিতীয় দিনে যুবদলের হরতালে সকাল ৭টায় মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। তবে তখন পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।এদিকে, বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত রবিবার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট। সকাল ৮টা থেকে দুপুরের পর পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।এসব ঘটনায় বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করে ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩টি মামলার বাদী পুলিশ ও বাকি দুটি করেছেন ভুক্তভোগী সাধারণ দুজন। ৫টির মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় ৩ এবং এয়ারপোর্ট, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ৬৯ জন।এদিকে, রবিবার হরতালে পিকেটিংকালে পুলিশের হাতে আটক ৮ জনকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x