1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

গোলাপগঞ্জে তাজেল হত্যার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরও ২/৩ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। (মামলা নং : ১৩/২১.১০.২০২৩) আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে ফেসবুক ম্যাসেঞ্জারে গালাগালি জের ধরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজার এলাকায় ছুরিকাঘাতে তাজেল নিহত হয়। নিহত যুবক উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া (বাঙ্গালীগুল) গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো। এ ঘটনায় তানভীর আহমদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। সে একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাজেল আহমদ বাড়ি ফিরছিলেন।

এসময় কয়েকজন যুবক তার পিছু নেয়। আমনিয়া বড় মসজিদের পাশে আসামাত্র তারা তাজেলকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এসময় সাথে থাকা তানভীর এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করে। পরে ময়নাতদন্ত শেষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ আছর উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ সমাহিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x