1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্টে  আন্তর্জাতিক শেফ দিবস পালন

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

এমরান ফয়ছল :টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আন্তর্জাতিক শেফ দিবস পালন। শুক্রবার  (২০ অক্টোবর) বাদ জুম্মা সিলেটের রিকাবিবাজারস্থ টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের হলরুমে কেক কেটে আন্তর্জাতিক সেফ দিবস পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এম ডি মো. তাজুল ইসলাম, এডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ, টমি মিয়াস হসপিটালিটি  ম্যানেজমেন্ট  ডেভলপম্যান্ট ম্যানেজার সুমন আহমদ, টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট মৌলভীবাজার শাখার এক্সকিউটিভ সামসুল হোসাইন সামি, সভ্যসাচী ডিপুটি সি ই ও ফাহিম মহসিন, রমজান-রুপজান বাঘেরখাল একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মোক্তার আহমদ সহ টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট এর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া বলেন, আমাদের এখান থেকে শিক্ষার্থীরা  অভিজ্ঞতা  অর্জন করে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করছে। তারা বাংলাদেশের শুনাম অর্জন করছেন। টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এম ডি মো. তাজুল ইসলাম, বলেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা  ২০ অক্টোবর   বিশ্ব শেফ দিবস করি।এখানে বাংলাদেশসহ বহির্বিশ্ব থেকে নামিদামি সেফ অংশগ্রহণ করেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x