1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি: মাশরাফি

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪ বার পঠিত

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি তামিম ইকবালের বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে নিজের পেজে দেওয়া এক ভিডিওতে এই মন্তব্য করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  মাশরাফি বলেন, “প্রথমত তামিমের অধিনায়কত্ব ছাড়া আমার কাছে কোনোদিক থেকেই সঠিক মনে হয়নি। তামিমের ইনজুরি একটা কনসার্ন ছিল। এটা থাকলেও আসলে কিছু করার নেই। কিন্তু বোর্ড তামিমকে নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল এবং সবখানেই তারা পরিস্কার করে বলেছে ‘তামিমকে আমরা অধিনায়ক হিসেবেই দেখছি।’সেই জায়গায় থেকে অধিনায়কত্ব ছাড়াটা ঠিক হয়েছে কিনা সেটা তামিমই বলতে পারবে।’ সেই জায়গায় থেকে অধিনায়কত্ব ছাড়াটা ঠিক হয়েছে কিনা সেটা তামিমই পারবে।’রপরে রাগের মাথায় দলে না রাখতে বলাটাও তামিমের ভুল হিসেবে দেখছেন ম্যাশ। তিনি বলেন, ‘এরপর বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছে। তখন সে কিছুটা উত্তেজিত হয়ে দলে থাকতে চায়নি। আমি মনে এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x