1. admin@sylheterkujkhobor.com : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

সংসদে সকল ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গবো কিভাবে-রাশেদ খান মেনন

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সরকার মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। নইলে এভাবে একটি রাষ্ট্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে নিষ্ক্রিয় থাকতে পারে না। বাজার নিয়ন্ত্রণহীন হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে।

সংসদই ব্যবসায়ীদের দখলে, কে সিন্ডিকেট ভাঙবে!’ রমজান ও বাজার পরিস্থিতি নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহাজোট সরকারের অন্যতম শরিক নেতা রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘সরকারের সফলতা চোখে পড়ার মতো। উন্নয়ন হচ্ছে বলেই সরকারের প্রতি মানুষ আস্থা রাখছে। খাদ্যনিরাপত্তায় সরকার যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে। এ নিয়ে দ্বিমত থাকার কথা নয়। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ সেই সফলতার সুবিধা পাচ্ছে কি না? উন্নয়নের বণ্টন নিয়েই মূলত প্রশ্ন। আমরা সরকারের অনেকের কথা শুনি। অভিযান হয়। কিন্তু সমাধান হয় না। এসব অভিযানে আসলে সমাধান হবে না।

লোক দেখানো অভিযান সত্যিকার সমাধান দিতে পারে না। ‘মুসলমান সমাজে রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সংযমেরও সময়। অথচ এই রোজা উপলক্ষেই বাজার বেসামাল হয়ে পড়ছে। অন্য রাষ্ট্রে এমন পরিস্থিতি দেখবেন না। উৎসব বা দিবস উপলক্ষে অনেক দেশে দ্রব্যের দাম কমানো হয়। আর এখানে দাম আকাশচুম্বি হয়।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x