1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সাকিবের ভাষণে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১ বার পঠিত

কয়েক দিন তামিম ইকবালের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়। আগের রাতে সেই উত্তাপে যেন ঘি ঢেলে দিয়েছেন সাকিব আল হাসান। তবে সব কিছু ছাপিয়ে বিশ্বকাপকে লক্ষ্য করে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। ওয়ার্মআপ ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সাকিব আল হাসানরা কঠোর অনুশীলনে প্রস্তুতি শুরু করেছেন।বিশ্বকাপে অংশ নিতে বুধবার বিকালে গুয়াহাটির উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। পৌঁছেই পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেমে পড়েছেন সাকিব আল হাসানরা। অনুশীলনে নামার আগে ক্রিকেটাররা ফুটবল খেলে গা গরম করেছেন।তারপর দলের উদ্দেশে কথা বলেছেন অধিনায়ক সাকিব। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ নিক পোথাস, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এ সময় উপস্থিত ছিলেন।বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ৫ অক্টোবর। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এই ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।বাংলাদেশের মিশন শুরু হবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে শুক্রবার শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। দুপুর আড়াইটায় গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচ শেষে দল চলে যাবে সোজা হিমাচল প্রদেশ। সেখানে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x