1. admin@sylheterkujkhobor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :

‘এখানে প্রতিদ্বন্দ্বিতা থেকে আন্তরিকতা বেশি’

সিলেটের খোঁজখবর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭ বার পঠিত

গত বেশ কিছুদিন ধরেই সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) নিয়ে শোবিজ তারকাদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। চলচ্চিত্র, টিভি ও সংগীতাঙ্গনের শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ সংশ্লিষ্টরা সিসিএল-এ অংশ নিচ্ছেন। প্রায় প্রতিদিনই তারকারা মাঠে আসছেন প্র্যাকটিসে। অনেকেই একেবারে প্রথমবারের মতো ব্যাট বল হাতে নিয়েছেন খেলার জন্য। তার মধ্যে অন্যতম ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার কাছে প্রশ্ন ছিল, আগে কখনই কি ক্রিকেট খেলা হয়নি? হিমি উত্তরে হেসে বলেন, কখনই খেলা হয়নি। শুধুমাত্র একটা টিভিসি করতে চরিত্রের প্রয়োজনে ব্যাট হাতে নিয়েছিলাম। তাহলে ব্যাট, বল হাতে নিয়ে প্র্যাকটিসের সময়টা কেমন কাটলো? হিমি বলেন, খুব ভালো। নতুন নতুন বিষয় শিখেছি। সুযোগ পেলেই প্র্যাকটিস করেছি।

হিমি আরও বলেন, বিশেষ করে আমি তো র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম।

সে সময়ের সহকর্মীদের সঙ্গে এখন তেমন দেখা হয় না এখন। প্র্যাকটিসে এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে। তাছাড়া চলচ্চিত্র ও সংগীত শিল্পীদের সঙ্গেও আমাদের টিভি শিল্পীদের দেখা হচ্ছে। একটা উৎসব উৎসব ব্যাপার কাজ করছে। শুটিংয়ের জায়গাটা কীভাবে ম্যানেজ হচ্ছে? হিমি বলেন, আমি শিডিউল দেয়া শুটিংগুলো শেষ করেছি। আর যেদিন প্র্যাকটিস কিংবা ম্যাচ রয়েছে সে সময়টা গ্যাপ রাখছি। সবাই যার যার জায়গা থেকে কিছুটা সেক্রিফাইস করছে। আজ থেকে তো সিসিএল শুরু হচ্ছে। টিমের অবস্থা কেমন মনে হচ্ছে? হিমি বলেন, আমাদের টিমের বোঝাপড়া খুব ভালো। আর এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। লাভলু ভাই আমাদের ক্যাপ্টেন। তিনি যেমন ঠাণ্ডা প্রকৃতির, আমাদের টিমের অন্য সদস্যরাও তাই। প্রেশার নিচ্ছি না আমরা। ঠাণ্ডা মাথায় খেলবো। আর এখানে প্রতিদ্বন্দিতা থেকে আন্তরিকতা অনেক বেশি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর










x